তবে কি পুজোর আগেই কপাল খুলল রাজ্যবাসীর! জনসাধারণের জন্য ১ কোটি ১২ লক্ষ টাকা অনুমোদন দিলো রাজ্য কি আসল ঘটনা জেনে নিন তাড়াতাড়ি | West Bengal Government


মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের জন্য একের পর এক জনমুখী প্রকল্প নিয়ে হাজির হয়েছেন বারবার। তার প্রকল্পগুলির মধ্যে অন্যতম হল লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্য সাথী, কন্যাশ্রী, যুবশ্রী কৃষক বন্ধু আরো ইত্যাদি ইত্যাদি। এর মধ্যে সব থেকে খ্যাতি অর্জন করেছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। তবে আজকের প্রতিবেদনের মূল বক্তব্য কিন্তু লক্ষ্মীর ভান্ডার নয়। আজকে জানাবো মুখ্যমন্ত্রীর আরও একটি দুর্দান্ত প্রকল্পের বিষয়ে ।


কারা কারা আবেদন করতে পারছেন এই প্রকল্পের জন্য?


এবার সাধারণ মানুষের সুবিধার্থে এই প্রকল্পের জন্য ১ কোটি ১২ লক্ষ টাকা ব্যয় করেছে রাজ্য সরকার। এই প্রকল্পের আওতায় রাজ্যের মানুষদের আর্থিক সাহায্য করা হবে। পুজোর আগে রাজ্যের জনগণের আর্থিক সমস্যা দূর করাই এই প্রকল্পের মূল উদ্দেশ্য। তবে পুজোর আগে এই অনুদান দেওয়া হচ্ছে তাঁত শিল্পীদের। পূর্বস্থলী ১ নম্বর ব্লকের বগপুর হ্যান্ডলুম ক্লাস্টার ডেভেলপমেন্ট সোসাইটি এই অর্থের অনুমোদন দিয়েছে বলে জানা যায়।

গেল শুক্রবার একটি বৈঠকে তাঁত শিল্পীদের জন্য মুখ্যমন্ত্রীর নির্দেশের কথা মন্ত্রী স্বপন দেবনাথ সকলকে মনে করিয়ে দেন। মুখ্যমন্ত্রীর এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মোট ৫১৫ জন তাঁতি উপকার পাবে। তাঁত শিল্পের সঙ্গে যুক্ত থাকা শিল্পীদের থেকে পুজোর আগে কাপড় কেনার পরিকল্পনা করেছে রাজ্য সরকার। এর জন্য শ্রীরামপুর ও ধাত্রীগ্রামে দুটি ক্যাম্প করা হবে বলে জানিয়েছে রাজ্য সরকার। সরকারের এই উদ্যোগ একমাত্র তাঁত শিল্পকে বাঁচিয়ে রাখার জন্যই ।

 হ্যান্ডলুম অফিসাররা তাঁতিদের সাথে একটি বৈঠকে বসেছিলেন এবং কোন খাতে কিভাবে টাকা ব্যয় হবে তা নিয়ে আলোচনা করা হয়েছে। এছাড়া এই প্রকল্পের আওতায় রাজ্যের ১০০ জন তাঁতিদের তাঁত শিল্পের জন্য বিনামূল্যে সরঞ্জাম বিতরণ করা হবে। বিশেষজ্ঞরা জানিয়েছেন এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের শিল্পীরা অনেক উপকৃত হবে ও হস্তচালিত তাঁত শিল্পকে বাঁচিয়ে রাখা সম্ভব হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.