Money Earn From Google Pay: আজকের দিনে দাঁড়িয়ে বাড়িতে বসে খুব সহজ পদ্ধতিতে কোনরকম বিনিয়োগ ছাড়াই রোজগার করা এমন কোন বড় বিষয় নয়। এখন বহু মানুষ বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে ঘরে বসেই নিজের হাত খরচার জন্য প্রতিদিন দুই থেকে চার হাজার টাকা রোজগার করে নিচ্ছেন। আজকে আপনাদের জন্যই এমন একটি রোজগারের পদ্ধতি নিয়ে এসেছি যার মাধ্যমে আপনারা Google Pay র মাধ্যমে প্রতিদিনে প্রচুর টাকা রোজগার করতে পারবেন।
এখন অনলাইনের যুগে Google Pay টাকা লেনদেনের একটি বিশ্বস্ত মাধ্যম হয়ে উঠেছে। Google পেয়ে এমন একটি পেমেন্ট ইন্টারফেস যার মাধ্যমে আপনি আপনার ব্যাংককে সংযোগ করে বিভিন্ন ধরনের বিল পেমেন্ট করতে পারবেন। এর পাশাপাশি নিজের পরিচিত কাউকে টাকা পাঠাতেও এই পেমেন্ট ইন্টারফেসটি প্রচণ্ড পরিমাণে সাহায্য করছে সাধারণ মানুষকে।
google pay র সাহায্যে UPI মাধ্যমে টাকা পেমেন্ট করা যায়। এই UPI পেমেন্ট করেই আপনি গুগল পের পক্ষ থেকে প্রতিদিনে কয়েক হাজার টাকা পর্যন্ত রোজগার করতে পারেন। এক্ষেত্রে আপনি যদি প্রত্যেকদিন আমাদের বলে দেওয়া এই দুটি পদ্ধতি সঠিকভাবে অবলম্বন করতে পারেন তাহলে প্রতিমাসে ৩০,০০০ থেকে ৪০,০০০ টাকা সরাসরি পৌঁছে যাবে আপনার ব্যাংক একাউন্টে।
গুগল পে (Google Pay)
এখনো পর্যন্ত জানা তথ্য অনুযায়ী সারা ভারত জুড়ে মোট ৬ কোটি ৫০ লক্ষ মানুষ গুগল পে ব্যবহার করে নিজেদের টাকা-পয়সার লেনদেন করে থাকেন। অতএব বোঝাই যাচ্ছে যে এই অ্যাপটি যথেষ্ট বিশ্বস্ততার সঙ্গে ভারতে কাজ করে চলেছে। গুগল পে-এর মাধ্যমে কয়েক সেকেন্ডের মধ্যেই বিভিন্ন ধরনের বিল পেমেন্ট করা যায় এবং এক ব্যাংক থেকে অন্য ব্যাংকের টাকা পাঠানো খুবই সহজ এবং যে কেউ করতে পারে।
কোন কোন উপায়ে Google Pay থেকে টাকা রোজগার করা যায়?
সাধারণত দুটি প্রধান পদ্ধতির মাধ্যমে Google Pay অ্যাপের মাধ্যমে রোজকার করা সম্ভব। এই দুটি পদ্ধতির মধ্যে প্রথমেই রয়েছে বিল পেমেন্ট পদ্ধতি। এক্ষেত্রে google pay এক থেকে আপনি অন্য মানুষকে টাকা প্রদান করতে পারবেন। ইলেকট্রিক বিল, গ্যাসের বিল, মোবাইল রিচার্জ, ডিটিএইচ রিচার্জ, এবং অন্যান্য যাবতীয় বিল পেমেন্ট করতে পারবেন google pay র মাধ্যমে।
আপনি যদি নিজের একটি পরিচিতি তৈরি করে অন্য মানুষকে এই সমস্ত পরিষেবা প্রদান করেন সেই ক্ষেত্রে Google Pay-র পক্ষ থেকে আপনি প্রতিটি বিল পেমেন্ট এর পরে একটি করে ক্যাশব্যাক কুপন বা স্ক্র্যাচকার্ড পেয়ে যাবেন। এর মাধ্যমে আপনি যতগুলি বিল পেমেন্ট করবেন সেই হিসাবে কিছু টাকা ক্যাশব্যাক পাবেন। বিল পেমেন্ট সংক্রান্ত বিভিন্ন অফার সারা মাস ধরে প্রদান করে গুগল পে।
এবার যাওয়া যাক দ্বিতীয় পদ্ধতিতে। এক্ষেত্রে আপনি আপনার পরিচিতি তৈরি না করে আরও সহজ পদ্ধতিতেই রোজগার করতে পারবেন। আর এই ক্ষেত্রে রোজগারের পরিমাণটাও যথেষ্ট বেশি থাকছে। এই দ্বিতীয় পদ্ধতি হলো রেফার পদ্ধতি। অর্থাৎ আপনি আপনারই পরিচিত অন্য কাউকে এই অ্যাপটি শেয়ার করে রোজগার করতে পারবেন।
আপনার google pay একাউন্টের একদম তলার দিকে চলে গেলেই আপনি রেফারেল অপশনটি পেয়ে যাবেন। এক্ষেত্রে প্রত্যেকটি রেফারেল পিছু আপনি ১০১ টাকা থেকে শুরু করে ৫০১ টাকা পর্যন্ত রোজগার করতে পারবেন। অর্থাৎ দিনে চারটে আলাদা মানুষকে রেফার করতে পারলেই ২০০০ টাকা আপনার ব্যাংক একাউন্টে চলে আসবে। তবে এক্ষেত্রে যাকে আপনি রেফার করবেন তার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আগে থেকে কোনরকম গুগল পেয়ে একাউন্ট লিংক থাকলে চলবে না।
এই দুটি পদ্ধতি ছাড়াও গুগল পে বিজনেস অ্যাকাউন্ট খুলে সেখান থেকে নিজের ব্যবসার লেনদেন গ্রহণ করেও রোজগার করা যায়। এর পাশাপাশি বিভিন্ন সময়ে এই অ্যাপের মাধ্যমে বিভিন্ন খেলায় অংশগ্রহণ করে টাকা রোজগারের সুবিধা প্রদান করা হয়ে থাকে।
অর্থাৎ বুঝতেই পারছেন, google pay অ্যাকাউন্ট থাকলে অনেক রকম পদ্ধতিতেই প্রতিদিনে ২০০০ টাকা পর্যন্ত রোজগার করা সম্ভব। তাই আর দেরি কিসের? এখনই গুগল প্লে স্টোরে গিয়ে google pay অ্যাপ্লিকেশনটি সার্চ করে নিজের মোবাইলে ইন্সটল করে নিন। এবং তারপরে নিজের ব্যাংক একাউন্টের সঙ্গে লিঙ্ক করে প্রতিদিনে হাজার হাজার টাকা রোজগার করা শুরু করে দিন।