DA Hike News : আজকের প্রতিবেদনে আমরা হাজির হয়েছি কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য একটি দারুন সুখবর নিয়ে। এর আগে বছরের শুরুতেই বড়ো সুখবর পেয়েছিলেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। এবারে পুজোর আগে আসতে চলেছে একটি নতুন সুখবর। হ্যাঁ আবারো বাড়তে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের DA! , সূত্র মারফত এমনটাই জানা যাচ্ছে। এই বিষয়ে বিস্তারিত জানাবো আজকের প্রতিবেদনের।
বর্তমানে ৫০% মহার্ঘ ভাতা পাবেন এই কেন্দ্রীয় সরকারি কর্মীরা। গত ২৩ জুলাই সংসদে বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তবে সেখানে সরকারি কর্মীদের অষ্টম বেতন কমিশন নিয়ে কোনো নতুন খবর আসেনি। পূর্বে ২০২৪ লোকসভা ভোটের আগেই বেড়েছিল সরকারি কর্মীদের DA অর্থাৎ মহার্ঘ ভাতা। নিয়ম অনুসারে বছরে ২ বার বৃদ্ধি পায় সরকারি কর্মচারী দের ভাতা। তাই সরকারি কর্মীরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন এই DA বৃদ্ধির খবরের জন্য।
জুলাইয়ে আবার বাড়বে DA! ১লা জুলাই থেকে সংশোধিত হবে মহার্ঘ ভাতা বাড়বে DA। বছরের সেপ্টেম্বর অথবা অক্টোবরে এই ঘোষণা করা হয় এবং তা কার্যকর হয় জুলাই মাসে। বেশ কিছু সময় ধরে বারবার ৪% করে বাড়ছে সরকারি কর্মীদের DA। তাই এবারেও বিশেষজ্ঞদের ধারণা ৪% বাড়বে কেন্দ্রীয় সরকারি কর্মীদের DA অর্থাৎ মহার্ঘ ভাতা। মহার্ঘ ভাতার সাথে সাথে ফিটম্যান্ট ফ্যাক্টরও বাড়িয়ে দেওয়া হবে কর্মীদের জন্য।
৭ম বেতন কমিশনের আওতায় DA বৃদ্ধি পেলে কোন কর্মী কত বেশি পাবেন? জানাবো আজকের প্রতিবেদনের মাধ্যমে বিস্তারিত ভাবে। যদি কোনো কর্মচারী বর্তমান বেতন ১৮,০০০ টাকা হয় তাহলে তিনি মাসে ৭২০ টাকা অর্থাৎ বছরে ৮,৬৪০ টাকা বেশি পাবেন। কোনো ব্যক্তির মাসিক বেতন ৩০,০০০ টাকা হলে তিনি মাসে ১,২০০ টাকা অর্থাৎ বছরে ১৪,৪০০ টাকা বেশি পাবেন। কোনো ব্যক্তির বেতন ৫০,০০০ টাকা হলে তিনি বছরে ২৪,০০০ টাকা বেশি পাবেন।