কেন্দ্র সরকার কেন্দ্রের সাধারণ মানুষদের জন্য নতুন একটি প্রকল্প নিয়ে এসেছেন যেই প্রকল্পের আবেদন করলে পাওয়া যাবে 1 লক্ষ 30 হাজার টাকা। সাধারণ মানুষের সুবিধার্থে আবারো বড়ো ঘোষণা কেন্দ্রীয় সরকারের। নতুন যে প্রকল্প চালু করেছেন কেন্দ্র সরকার এই যোজনার মাধ্যমে যথেষ্ট উপকৃত হবেন অতি দরিদ্র শ্রেণীর মানুষেরা। সকলে আবেদন করলে ১ লক্ষ ৩০ হাজার করে টাকা পেয়ে যাবেন। আজকের প্রতিবেদনে এই প্রকল্প সম্বন্ধে বিস্তারিত ভাবে আলোচনা করব আমরা।
PM Awas Yojana-র বিস্তারিত তথ্য:
কেন্দ্রীয় সরকারের উল্লেখযোগ্য জনমুখী প্রকল্পগুলির মধ্যে অন্যতমএই প্রকল্প। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর থেকেই এই প্রকল্প চালু করেছেন এবং এখনো সফলভাবে এই প্রকল্পের মাধ্যমে দরিদ্র শ্রেণীর মানুষেরা ভীষণভাবে উপকার পাচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রথমবার ক্ষমতায় আসার পর ২০১৫ সালে এই প্রকল্পটি চালু করেন। এই প্রকল্পের মাধ্যমে আগেও প্রচুর মানুষকে আর্থিক সহায়তা করে তাদের হাতে 1 লক্ষ 30 হাজার করে টাকা তুলে দিয়েছেন। এবারে তৃতীয়বার NDA সরকার গঠনের পরেই আবারো এই প্রকল্পের আওতায় টাকা পেতে চলেছে রাজ্যের অতি সাধারণ মানুষ। এই প্রকল্পের মূল উদ্দেশ্য দরিদ্র, ও অসহায় মানুষদের পাশে দাঁড়ানো এবং তাদের বাড়ি ঘরের সমস্যা থাকলে তাদের আর্থিক সাহায্য করা।
আবেদন করার শর্তাবলি :-
১. এখানে আবেদন করতে হলে আপনাদের অবশ্যই একজন ভারতীয় নাগরিক হতে হবে।
২. এবং যে সমস্ত ভারতীয় নাগরিক এখানে আবেদন করবে তাদের বার্ষিক আয় হতে হবে দারিদ্র সীমার নিচে।
৩. এছাড়া আপনি যদি এইরকম প্রকল্পে আগেও আবেদন করে থাকেন তাহলে দ্বিতীয়বার আবেদন করার সুযোগ পাবেন না।
এখানে অনলাইন এবং অফলাইন দুটো পদ্ধতির মাধ্যমে আবেদন করতে পারবেন । অনলাইনে আবেদন জানানোর জন্য সরাসরি অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করে অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করে আবেদন করতে হবে এবং অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে হলে গ্রাম পঞ্চায়েত মেম্বার এর কাছে গিয়ে এই প্রকল্প সম্বন্ধে বিস্তারিত সম্বন্ধ যোগাযোগ করতে হবে। খোঁজখবর নিয়ে দেখতে হবে নতুন করে এই প্রকল্পে আবেদন গ্রহণ প্রক্রিয়া চলছে কিনা, যদি আবেদন গ্রহণ প্রক্রিয়া চলে তাহলে আপনারা সেখানে গিয়ে আপনাদের নাম নথিভুক্ত করতে পারবেন।
কেন্দ্র সরকার কেন্দ্রের সাধারণ মানুষদের জন্য নতুন একটি প্রকল্প নিয়ে এসেছেন যেই প্রকল্পের আবেদন করলে পাওয়া যাবে 1 লক্ষ 30 হাজার টাকা। সাধারণ মানুষের সুবিধার্থে ফের বড়ো ঘোষণা কেন্দ্রীয় সরকারের। নতুন যে প্রকল্প চালু করেছেন কেন্দ্র সরকার এই যোজনার মাধ্যমে যথেষ্ট উপকৃত হবেন দরিদ্র শ্রেণীর মানুষেরা। নতুন এই সকলকে আবেদন জানালে ১ লক্ষ ৩০ হাজার করে টাকা পেয়ে যাবেন। আজকের প্রতিবেদনে এই প্রকল্প সম্বন্ধে বিস্তারিত ভাবে আলোচনা করা হবে।
প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় এখনো পর্যন্ত ৪.২১ কোটি মানুষের বাড়ি ঘরের সমস্যা মেটানো হয়েছে এবং তাদের পাকা বাড়ি বানিয়ে দেওয়া হয়েছে। এই যোজনায় শহর ও গ্রাম দুই এলাকার মানুষকে আলাদা আলাদা করে সুবিধা দান করা হয়। প্রথমে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে রাজ্য সরকারের হাতে এই প্রকল্পের টাকা তুলে দেওয়া হয়। তারপর রাজ্য সরকার নির্দিষ্ট ব্যক্তিদের নির্বাচন করে তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেয় বাড়ি বানানোর জন্য। এবারে এই প্রকল্পের আওতায় ৩ কোটি বাড়ি তৈরির উদ্যোগ নিয়েছেন কেন্দ্রীয় সরকার। অর্থাৎ যারা এখনো পর্যন্ত এই প্রকল্পের মাধ্যমে টাকা পাইনি তারা সকলেই এই প্রকল্পের মাধ্যমে টাকা পেয়ে যাবেন।
সমস্ত রাজ্যের মানুষ এই আবাস যোজনার আওতায় বাড়ি বানানোর টাকা পেলেও পশ্চিমবঙ্গের মানুষ বঞ্চিত থাকবেন। এই বিষয় নিয়ে একাধিকবার কেন্দ্রের সাথে যোগাযোগ করার পরেও কোন সাহায্য পাওয়া যায়নি। শেষমেষ বাধ্য হয়ে পশ্চিমবঙ্গের মানুষের জন্য ৪৭ লক্ষ বাড়ি বানিয়ে দিয়েছে রাজ্য সরকার। এখন এটাই দেখার পালা পশ্চিমবঙ্গের মানুষ প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় বাড়ি বানানোর টাকা পায় কি না। আবাস যোজনার পরবর্তী কিস্তি ডিসেম্বর মাসে ঢোকার সম্ভাবনা আছে।