20% বাড়িয়ে DA, পশ্চিমবঙ্গ সরকারের বিরাট এক বড় ঘোষণা, তবে কি এবার কপাল খুলল সরকারি কর্মচারীদের

ডিএ (Dearness Allowance) ইস্যুতে বহুদিন ধরে আন্দোলন চালাচ্ছেন রাজ্যের সরকারি কর্মচারীরা। মাঝে তিন বার মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছে রাজ্য সরকার। তবে তাতে খুশি নন অনেকেই। তাদের চাই কেন্দ্রীয় হারে ডিএ। তবে এরই মাঝেই সরকারি কর্মচারীদের জন্য বিরাট সুখবর। এবার থেকে 20% বেশি হারে মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) পাবেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মজীবীরা। যদিও সকলে এর আওতায় আসবেন না।

জানিয়ে রাখি, রাজ্য সরকারি কর্মীরা বর্তমানে যে হারে ডিএ পাচ্ছেন, তার থেকে 20% বেশি হারে ডিএ পাবেন। তবে কেবল এক মাসের জন্যই তা হবে। 2024 সালের 1মার্চ রাজ্য সরকারের অর্থ দফতরের বিজ্ঞপ্তি দিয়ে জানায় যে রাজ্য সরকারি কর্মচারীরা পঞ্চম বেতন কমিশনের আওতায় বেতন পান, তাদের DA 10% বৃদ্ধি করা হয়েছে। উল্লেখ্য আগে 151% শতাংশ হারে ডিএ পেতেন । যা বেড়ে হবে 161%।

আরো পড়ুন: google pay থেকে কি করে দিনে দুধ থেকে তিন হাজার টাকা কামাবেন

নবান্ন বিজ্ঞপ্তি জারি করে , পঞ্চম বেতন কমিশনের আওতায় বেতনভুক কর্মচারীদের জন্য 2024 সালের 1 মে থেকে বর্ধিত ডিএ অর্থাৎ 161% ডিএ কার্যকর হবে। এদিকে লোকসভা ভোটের পর সম্প্রতি জানানো হয়, 2024 সালের এপ্রিল থেকে বর্ধিত ডিএ কার্যকর হবে রাজ্যের সকল সরকারি কর্মচারীদের জন্য।

এই কারণেই পঞ্চম বেতন কমিশনের আওতায় থাকা কর্মচারীরাও 10% বাড়তি ডিএ পাবেন। জুন মাসের বেতনের সঙ্গে এই সকল রাজ্য সরকারি কর্মচারীরা বাড়তি 10% ডিএ পাবেন। তাদের প্রাপ্ত মহার্ঘ ভাতার পরিমাণ দাঁড়াবে (151+10+10) 171%। অর্থাৎ জুন মাসে এই সমস্ত কর্মীদের পকেট থাকবে গরম। তবে এই হার কেবল এক মাসের জন্যই প্রযোজ্য।

আরো খবর পড়তে- আবারো একবার বাড়ছে লক্ষীর ভান্ডারের টাকা

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.