Kanchanjunga Express Accident Train Cancelled: রেল দুর্ঘটনার কারণে বাতিল হয়েছে প্রচুর ট্রেন,

সোমবার পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছে শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছনের একাধিক বগি লাইনচ্যুত হয়ে যায়। এই দুর্ঘটনার ফলে প্রায় একাধিক মানুষের মৃত্যু এবং প্রায় ২৫ জন আহত হন। এ ঘটনায় ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হলে আপ ও ডাউন উভয় লাইনে রেল চলাচল বন্ধ হয়। 

ট্রেন দুর্ঘটনার পর কিছু কিছু স্টেশনে হেল্পলাইন নম্বর দেওয়া হয়েছে। ২০৫০৬ রাজধানী এক্সপ্রেস, ১২৪২৪ রাজধানী এক্সপ্রেস, ১৯৬০২ উদয়পুর এনজেপি সাপ্তাহিক ট্রেন, ১২৩০১ বন্দে ভারত এক্সপ্রেস ইত্যাদি ট্রেনগুলিকে ঠাকুরগঞ্জ হয়ে ঘুরিয়ে পাঠানো হয়েছে।

ভারতীয় রেলওয়ের উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে (এনএফআর) এলাকার নিচবাড়ি ও রাঙ্গাপানি স্টেশনের মাঝে একটি মালবাহী ট্রেনের সংঘর্ষের কারণে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছনের তিনটি বগি লাইনচ্যুত হয় ও একপাশে পড়ে যায়। এদিকে, সকাল থেকে শিলিগুড়িতে ভারী বৃষ্টির জেরে আটকে পড়া যাত্রীদের উদ্ধারকাজ বন্ধ করা হচ্ছে বলে খবর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন পুলিশ থেকে শুরু করে রেলের আধিকারিক এবং প্রশাসনিক আধিকারিকরা। ত্রাণের কাজ শুরু করা হয়েছে,

 আজ সকাল পৌনে ৮টা নাগাদ ঘটনাটি ঘটেছিল নিউ জলপাইগুড়ি মোড়ের পাশে কাটিহার রেল ডিভিশনের রাঙাপানি এলাকায়। কাঞ্চনজঙ্ঘা ট্রেনের পিছনে দুটি পার্সেল ভ্যান ও একটি গার্ড কোচ ছিল। উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানান, অসমের শিলচর থেকে কলকাতার শিয়ালদহের মধ্যে চলাচলকারী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস শিয়ালদহ ছুট ছিল। নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ের কাটিহার ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) জানিয়েছেন, দুর্ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। উত্তরবঙ্গের নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে অন্তত ৭ কিলোমিটার দূরে রাঙাপানি স্টেশনের কাছে মালবাহী ট্রেনের দুটি বগি পেছন থেকে লাইনচ্যুত হয়।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.