Prashant Kishor: তবে এবার ৪ জুন কি বিদায় নিচ্ছে বিজেপি ? কি ঘটতে চলেছে উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্রে ? বিস্ফোরক প্রশান্ত কিশোর. নয়াদিল্লি: লোকসভা ভোটের আর একদফা ভোট বাকি। ফল প্রকাশ হতে চলেছে ৪ জুন। তবে, রাজনৈতিক কুশলী প্রশান্ত কিশোর লোকসভা নির্বাচনের মধ্যেই ফলাফলের পূর্বাভাস দিয়ে বারবার শাড়া ফেলছেন । তিনি অবশ্য আগেই জানিয়েছিলেন, একটা জিনিস স্পষ্ট , যে বিজেপি ৩৭০ আসন পাচ্ছে না। প্রশান্ত কিশোর অবশ্য এও বলেছিলেন বিজেপি ২৭০ এর নিচে যাচ্ছে না।
বৈদ্যুতিক একটি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে প্রশান্ত কিশোর বলেন যে ২০১৯ সালের তুলনায় বিজেপি এবার আরো ভালো করবে। পিকে বলেন গতবারের নির্বাচনে বিজেপি তিনশো তিনটি আসন জিতেছিলো। এবারের ধারণা এর থেকেও ভালো করতে পারে বিজেপি। গত ইলেকশনে বিজেপি যে ৩০৩ টি আসন জিতেছিল তার মধ্যে এবার বিজেপি কোথা থেকে জিতছে সেটাই দেখবার । এই ৩০৩টি আসনের মধ্যে বিজেপি উত্তর-পশ্চিমে ২৫০টি আসন জিতেছে। এখন এই কঠোর পরিস্থিতিতে এবার বিজেপি এই এলাকার ক্ষতির মুখে পড়ে কিনা সেটাই পরখ করে দেখার পালা।
আরো পড়ুন: আবারো একবার বাড়লো DA
প্রশান্ত কিশোরের সংযোজন, বিহার, ওড়িশা, বাংলা, তামিলনাড়ু, তেলঙ্গানা, কেরল এবং অন্ধ্রপ্রদেশে বর্তমানে বিজেপির ৫০টি আসন রয়েছে। কিন্তু এই নির্বাচনে এই রাজ্যগুলিতে বিজেপির ভোট শতাংশ এবং আসন দুটোই বাড়ছে। বাংলা, ওড়িশা, অসম, তেলঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, কেরলে বিজেপির আসন ১৫-২০টি বাড়ছে বলে জানা যায়।
আরো খবর পড়ুন- আবারো একবার বাড়লো লক্ষ্মীর ভান্ডার
প্রশান্ত কিশোর জানান যে, যোগেন্দ্র যাদব যেমন বলছেন বিজেপি ২৭২ আসন পাচ্ছে না। তারা প্রায় ২৬৮টি আসন দিচ্ছে বিজেপিকে। কিন্তু তা সত্ত্বেও বিজেপি আবার ক্ষমতায় আসছে বলেই তাদের বিশ্বাস । সাধারণ জনতার একটা অংশ বলেছে উত্তরপ্রদেশ এবং মহারাষ্ট্রে বিজেপি ভীষণভাবে ক্ষতির সম্মুখীন হতে পারে।
উল্লেখ করা যায় ২০১৪ সালের লোকসভা নির্বাচনে প্রশান্ত কিশোর ছিলেন নরেন্দ্র মোদির ভোট কুশলী। ২০২৪ সালের লোকসভা নির্বাচন চলাকালীন সেই পিকেই নরেন্দ্র মোদির দলের নানা সমালোচনার দিক তুলে ধরছেন। তবে, ফের একবার বিপুল জনাদেশ নিয়েই যে ক্ষমতায় আসবে বিজেপি, তা নিয়ে এবার একেবারে নিশ্চিত প্রশান্ত কিশোর।